গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নাতেকের মোটরসাইকেল বহরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গতরাত সাড়ে ৮টার দিকে বেতবাড়িয়া থেকে বহরটি ফেরার পথে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
আবু নাতেকের কয়েকজন কর্মী জানান, প্রার্থীর সাথে তারা ২০/২৫টি মোটরসাইকেলের বহরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছিলেন। বেতবাড়িয়া গ্রাম থেকে গণসংযোগ শেষে মোটরসাইকেল বহরটি কাজিপুরের উদ্দেশে রওনা দেয়। গ্রাম পার হয়ে মাঠের মধ্যে পৌঁছুলে বহরের পেছনে একটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলেও বহরের কারো কোনো ক্ষতি হয়নি। বিদ্রোহী প্রার্থীদের কেউ ভীতি সৃষ্টি করার জন্য ককটেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন আবু নাতেক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।