স্টাফ রিপোর্টার: বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় পড়ে গিয়ে চুয়াডাঙ্গা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের লাইনম্যান ইদ্রিস আলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইদ্রিস আলী আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের মৃত ইজাল উদ্দীনের ছেলে। তিনি কাজের সুবাদে চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় বিএডিসি বীজ প্রকিয়াজাত কেন্দ্র অদূরে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
চুয়াডাঙ্গা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী সবুক্তগীন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাজরাহাটির মাঝেরপাড়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় অসাবধনতা বসত খুঁটি থেকে পড়ে যান ইদ্রিস আলী। তিনি মাথায় প্রচণ্ড আঘাদ পান। গুরত্বর আহত অবস্থায় সহকর্মীদের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।