স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর কোলনিপাড়া বাজারে সরকারি জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণ করার অভিযোগ উছেঠে চিলমারী পাড়ার আব্দুর রশিদের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোলনিপাড়া বাজারে পাকাসড়কের দু ধারে রয়েছে সরকারি জমি। ইউনিয়নের চিলমারীপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে আব্দুর রশিদ বাজারের সরকারি জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছেন। সরকারি জায়গা দখল করে পাকাদোকান নির্মাণ করা হলেও যেন দেখার কেউ নেই। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্থক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।