গাংনী প্রতিনিধি: ব্যাটারিচালিত ভ্যানের এক্সেল কেটে গিয়ে ট্রাকের সাথে ধাক্কায় ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর গাংনী শহরের অদূরবর্তী হলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একই পরিবারের চার জন্য সদস্য রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হচ্ছেন- গোপালনগর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী মেরিনা খাতুন (৩৫), মেরিনার মা আছিয়া খাতুন (৫৫), মেরিনার ছেলে রনি (১০), মেয়ে মার্জিয়া (৮) ও ভ্যানচালক সদর উপজেলার শ্যামপুর গ্রামের আতাহার আলীর ছেলে তুফান মিয়া (৩০)।
আহত সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মেরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে তার মা ও ছেলেমেয়েকে সাথে নিয়ে পিতার বাড়ি গাড়াডোবের উদ্দেশে রওনা দেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী হলপাড়ায় পৌছুলে ভ্যানের এক্সেল কেটে যায়। এতে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ভ্যান উল্টে চালকসহ চার যাত্রী সড়কের ওপরে ছিটকে পড়ে আহত হন। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে গুরুতর আহত মেরিনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তার মাথায় আঘাতের গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।