মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সুপার টেনে বিদায় নিলেও তামিম ইকবাল টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন। শুধু তাই নয় সর্বোচ্চ ইনিংস, সর্বোচ্চ ছক্কা এবং এক ইনিংসে বাউন্ডারি থেকে আসা রানের হিসেবে সবার ওপরেই অবস্থান করছেন তামিম। এছাড়া টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারটাও এক বাংলাদেশির। মুস্তাফিজুর রহমানের নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট টুর্নামেন্টের সেরা বোলিং পারফরম্যান্স। বিশ্বকাপের ৬ ম্যাচ খেলে তামিম রান করেছেন ২৯৫। যদিও তামিম ইকবাল প্রথম রাউন্ড থেকে শুরু করে মূল পর্বের চারটি ম্যাচ খেলেছেন। ৫ ম্যাচ খেলে ২৭৩ রান করে ভারতের বিরাট কোহলি দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে আছেন ২৪৯ রান করা ইংল্যান্ডের জো রুট। ২২২ রান নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ চতুর্থ অবস্থানে। ১৮৩ রান করে পাঁচ নম্বরে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।
এবারের আসরে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রেও এগিয়ে তামিম। ১০৩ রান করে অপরাজিত ছিলেন তামিম। ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রানের এ তালিকায় শীর্ষে থাকা তামিমের পরেই রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তিনি ১০০ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৮৯ রান নিয়ে। চার-ছক্কার ক্রিকেটের বিশ্বমঞ্চে ছক্কায়ও এগিয়ে তামিম। তামিমের মোট ছক্কা ১৪টি। ১২টি ছক্কা হাঁকিয়ে এ তালিকায় দুইয়ে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আর ১১টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে ক্রিস গেইল।