মাথাভাঙ্গা মনিটর: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্ট ‘ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার ফ্লোরিডায়। সেখানেই খেলবেন সাকিব। ৩০ জুলাই শুরু আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টুর্নামেন্ট মাতাবেন সাকিব। খেলবেন জ্যামাইকা তালাহওয়াশের হয়ে।
এবারের আসরের ৩০ জুলাই প্রথম ম্যাচে সাকিবদের জ্যামাইকা মুখোমুখি হবে সেন্ট লুসিয়ার। পরের দিন একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা। এ ভেন্যুতে ১০ হাজার দর্শক ম্যাচটি উপভোগ করতে পারবেন। ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে টানে জ্যামাইকা। যা বাংলাদেশি মূল্যে প্রায় ৮৬ লাখ টাকা। এ দলে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারা আর লাসিথ মালিঙ্গার মতো বিশ্ব তারকাদের।
২০১৩ সালে প্রথমবার সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। পরের আসরে খেলার কথা থাকলেও বোর্ডের এনওসি সংক্রান্ত ঝামেলায় খেলতে পারেননি তিনি।