মাথাভাঙ্গা মনিটর: ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ট্রফি জিতে আনন্দের সাগরে ভাসছে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা গুণতে হচ্ছে মারলন স্যামুয়েলসকে। ফাইনালে ম্যাচের শেষ ওভারে বল করছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। নন-স্ট্রাইকিং এসে দাঁড়িয়ে থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন স্যামুয়েলস। ম্যাচ সেরা স্যামুয়েলস নিজেও বিষয়টি স্বীকার করেছেন। আর এ অপরাধের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এমিরেটস এলিট প্যানেল। আইসিসির আচরণবিধির ২.১.৪ ধারা অনুচ্ছেদ ভঙ্গ করায় স্যামুয়েলস দোষী সাব্যস্ত হয়েছেন।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ ওভারে রান তাড়া করার সময় ইংল্যান্ডের পেসার বেন স্টোকসের উদ্দেশে গালিগালাজ ও আক্রমণাত্মক ভাষায় কথা বলেন স্যামুয়েলস। পরে স্যামুয়েলস দোষ স্বীকার করেন। স্যামুয়েলসের লেভেল-১ অপরাধের জন্য আনুষ্ঠানিক ভর্ত্সনা ও ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ কর্তন করার জরিমানার বিধান রয়েছে।