দেশ বিদেশের টকরো খবর : তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই

পুরান ঢাকায় মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন

স্টাফ রিপোটার: পুরান ঢাকার ইসলামপুরে এক মসিজদের মোয়াজ্জিনকে কুপিয়ে খুন করা হয়েছে। তার নাম বিল্লাল হোসেন (৫০)। গতকাল সোমবার সকালে ইসলামপুরের জব্বু খান জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার এসএম মুরাদ আলী জানিয়েছেন, সকালে মুসল্লিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মসজিদের দোতলার সিঁড়িতে বিল্লাল হোসেনের লাশ পড়েছিলো। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জব্বু খান মসজিদের দোতলা থেকে চারতলা পর্যন্ত মসিজদ হিসেবে ব্যবহার করা হয়। তিনতলার একটি কক্ষে বিল্লাল হোসেন থাকতেন। তার বাড়ি মানিকগঞ্জে। তবে লাশ উদ্ধারের সময় তার থাকার কক্ষটি তালাবদ্ধ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন বিভাগ আলামত সংগ্রহ করেছে। তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মসজিদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই

স্টাফ রিপোটার: চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই। গতকাল সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তার পরিবার সূত্র এবং গীতিকার ও সাংবাদিক কবির বকুল এ তথ্য নিশ্চিত করেছেন। মুখগহ্বরের মোটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়েছিলেন তিনি। এই গুণী নির্মাতার উন্নত চিকিৎসার জন্য সরকারও এগিয়ে আসে। তাকে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়ে দেন, এ রোগের নিরাময় সম্ভব নয়। এরপর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তখন থেকেই ধানমণ্ডি ও উত্তরার বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিলো। বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম গুণী ও মেধাবী নির্মাতা হিসেবে সব মহলের স্বীকৃতি পেয়েছেন শহীদুল ইসলাম খোকন। অভিনয়ও করেছেন অনেকগুলো ছবিতে তবে চলচ্চিত্র পরিচালনাতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার সহকারী হিসেবে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। তবে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম রক্তের বন্দী। তবে প্রথম ব্যবসা সফল চলচ্চিত্রের নাম লড়াকু। মার্শাল আর্ট জানা দুই অভিনেতা রুবেল ও ড্যানি সিডাককে নিয়ে তৈরি করা এ চলচ্চিত্রটি দর্শকমহলে ভীষণ জনপ্রিয় হয়। বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেতা হুমায়ুন ফরীদিরও চলচ্চিত্রে অভিষেক হয় শহীদুল ইসলাম খোকনের হাত ধরে। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ঘাতক, পালাবি কোথায়, লাল সবুজ, ম্যাডাম ফুলি, ভণ্ড, লড়াকু, বীরপুরুষ, বজ্রমুষ্টি, বিপ্লব, অকর্মা, সতর্ক শয়তান, বিষদাঁত, টপ রংবাজ, উত্থান পতন।

 

তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই

স্টাফ রিপোটার: কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিত্সকরা। কুমিল্লা সেনানিবাসে এই হত্যাকাণ্ডের ১৫ দিন পর সোমবার প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিত্সক দল। বহুল আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে এর মধ্যে আদালতের আদেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়েছে চার দিন আগে। সেই প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। তনুর প্রথম ময়নাতদন্তকারী চিকিত্সক ডা. কামদা প্রসাদ সাহা সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত দলের সদস্য ফরেনসিক বিভাগের চিকিত্সক শারমিন সুলতানা বিকালে তার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি এখন প্রতিবেদনটি পুলিশে দেবেন। কামদা জানান, ওই প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে তনুর লাশ পাওয়ার পর ধর্ষণের সন্দেহ পুলিশই প্রথম জানিয়েছিলো। লাশ দেখে তার পরিবারেরও ওই সন্দেহ হয়।

 

আঙুলের ছাপ অপব্যবহারে ৩০০ কোটি টাকা জরিমানা

স্টাফ রিপোটার: সিম নিবন্ধনের জন্য সংগৃহীত আঙুলের ছাপের অপব্যবহার করলে মোবাইলফোন অপারেটরদের ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। মোহাম্মদ শফিউল আলম জানান, আঙুলের ছাপ সংরক্ষণ করা হয় না বলে অপব্যবহারের সুযোগও নেই। এরপরও যদি কোনো নাগরিক আঙুলের ছাপ দিয়ে ক্ষতিগ্রস্ত হন, তাহলে যে অপারেটর ছাপ সংগ্রহ করেছিলো, তাদের বিরুদ্ধে ওই নাগরিকের বিষয়ে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে। আঙুলের ছাপ নিয়ে সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি হচ্ছে বলে মন্ত্রিসভা মনে করে। মন্ত্রিসভা আজ এ বিষয়টি নিয়ে জনগণকে আশ্বস্ত করার জন্য এসব সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণের জন্যই বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। এখানে যে চারটি আঙুলের ছাপ নেয়া হচ্ছে, তা কোথাও সংরক্ষণ করা হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নাগরিক অধিকার সুরক্ষা এবং অপারেটরদের যে লাইসেন্স দেয়া হয়েছে, সেখানে আঙুলের ছাপের অপব্যবহারের জরিমানার বিষয়টি উল্লেখ করা আছে।

 

ইরাকজুড়ে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইরাকজুড়ে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রায় ১০ জন আত্মঘাতী হামলাকারী হামলাগুলো পরিচালনা করেন। নিহতদের বেশিরভাগই ইরাকের নিরাপত্তা বাহিনী ও শিয়া মিলিশিয়া সদস্য। ইসলামিক স্টেটের (আইএস) দাবি, এর কয়েকটি হামলা তারা চালিয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে, উত্তর বাগদাদের একটি সেনা চেক পয়েন্ট ও নাসিরিয়ার একটি রেস্টুরেন্ট রয়েছে। গত শনিবার ইরাকের সেনাবাহিনী জানায়, গত দেড় বছর আইএসের দখলে থাকা পশ্চিমাঞ্চলীয় হিত শহরের একাংশ দখলমুক্ত করতে সক্ষম হয়েছে তারা। শহরটি রাজধানী বাগদাদ হতে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত। গত কয়েক মাসে, শিয়া মিলিশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সহায়তায় ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে দখলমুক্ত করেছে ইরাকি বাহিনী।

 

ভারতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার নির্দেশ

মাথাভাঙ্গা মনিটর: ভারতে কেন্দ্রীয় সরকারের সকল কর্মচারীকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। পার্সোনাল এবং ট্রেনিং অধিদপ্তর (ডিওপিটি) এ সংক্রান্ত আদেশের চিঠি মন্ত্রীদের সচিবদের কাছে প্রেরণ করেছে। চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের সম্পদের সকল হিসাব বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে সম্পদ বিবরণের পাশাপাশি তাদের যদি কোনো ঋণ কিংবা অন্য কোনো দায় থেকে থাকে তা-ও দাখিল করতে হবে। সেই সাথে তাদের স্বামী কিংবা স্ত্রী, নির্ভরশীল সন্তানদের তথ্যও সন্নিবেশ করতে হবে। লোকপাল আইনের ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের এ আদেশ মানতে চিঠি দেয়া হয়েছে।

 

একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গত কয়েক দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি শহর তাদের হাত ছাড়া হয়েছে। প্রাচীন শহর পালমিরার একদিন পরই আল কারাতিয়ান শহরটিও সিরীয় বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। একে আইএসের গালে চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। গত আগস্টে আল কারাতিয়ান শহর দখল করে নিয়েছিলো আইএস। শহরটি দখল করেই শ শ মানুষকে অপহরণ করে তারা। এদের অনেককেই পরে ছেড়ে দিয়েছিলো তারা। অপহৃতদের মধ্যে অনেক খ্রিস্টান ছিলো। একটি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, শহরটিতে এখনও কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে আইএস। তবে সেখান থেকেও পিছু হটছে তারা।

 

কম্বোডিয়ায় ফেরি থেকে গাড়ি পড়ে ৭ জনের সলিল সমাধি

মাথাভাঙ্গা মনিটর: কম্বোডিয়ায় যাত্রীবোঝাই একটি গাড়ি ফেরি থেকে ছিটকে নদীতে পড়ে ৫ শিশুসহ ৭ জনের সলিল সমাধি হয়েছে। গত রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় কানডাল প্রদেশে এই ঘটনাটি ঘটে। তদন্ত কর্মকর্তারা বলেন, একটি গাড়ির চালক বেপরোয়া গতিতে স্থানীয় একটি ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চালক দুই ক্যান বিয়ার খেয়েছিলেন। তিনি ফেরিতে ওঠার সময় খুব দ্রুতগতিতে গাড়িটি চালান এবং নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান। গাড়ির যাত্রীরা বার্ষিক কিংমিং উত্সবে এক আত্মীয়ের কবরে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন। চালকটি গাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও যাত্রীরা মারা যায়। চালককে গ্রেফতার করা হয়েছে।