দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বদনপুরে সংঘবদ্ধ চোরচক্র বাড়িতে হানা দিয়ে একটি ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেল, একটি ২১ ইঞ্চি কালার টিভি, একটি বাইসাইকেল, শাড়ি-কাপড় এবং নগদ ৮শ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মালিক শফিউল আলম সন্টু থানায় জিডি করেছেন। গত সোমবার রাত ২টার দিকে ওই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ সন্টু মেম্বার জানান, আমি মোটরসাইকেলটি বরাবরই বারান্দায় রাখি। প্রতিদিন ঘুমানোর আগে বারান্দার গ্রিলের দরজায় তালা মারি। কেবল ওইদিনই ভুলবশত গ্রিলে তালা মারা হয়নি। তবে চোরচক্র বাড়ির প্রধান ফটক দিয়ে বের হয়নি। বাড়ির পেছন দিকের ছোট গেট দিয়ে বের হয়েছে। প্রতিবেশীরা জানান, বাড়ির চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির পেছন দিকে দরজা আছে। বাইরের চোর হলে জানার কথা নয়।