টিপ্পনী

 

 

খবর: (জীবননগরে হাতুড়ের কাছে চিকিৎসা নিয়ে ওলির বাড়ি বিক্রির উপক্রম)

 

মালা বাগানোর ধান্দারে ভাই

মাল বাগানোর ধান্দা,

ভিন্নভাবে কায়দা রকম

তুলছে নগদ চান্দা।

 

কোথায় পাবেন বোঝার মানুষ

দু নম্বরি খোঁজার মানুষ

সবাই দেখুন সুযোগ নিয়ে

করছে ভুঁড়ি নান্দা।

 

আমরা যেন আস্ত ছাগল

ছিল্লিছাড়া বেকুব পাগল

কেইবা আছে এই সমাজে

অনিয়মের ভাঙবে আগল।

 

-আহাদ আলী মোল্লা