ঝিনাইদহে তিনতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁদপাড়া এলাকায় তিনতলা ভবন থেকে পড়ে ফারহানা ইয়াসমিন মিনু (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মিনু ঝিনাইদহ ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত ওয়ার্কসপ ইন্সপেক্টর গোলাম হায়দার শেখের মেয়ে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিনুর বাবা জানান, বিকেল ৩টার দিকে মিনু তিনতলা বাড়ির ছাদে ওঠে। সেখান থেকে অসাবধান বশত নিচে পড়ে যায়। তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফাল্গুনি রানী সাহা তাকে মৃত ঘোষণা করেন। মিনু মানসিকভাবে অসুস্থ ছিলো বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এএসআই রাশেদ জানান, তিনতলার ভবন থেকে লাফিয়ে পড়ে কেউ মারা গেছে কি-না তা তাদের জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।