মাথাভাঙ্গা মনিটর: ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে সেখানে জায়গা মিলেছে বাংলাদেশি পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি বোল্ডসহ পাঁচ উইকেট নেন এই কাটার মাস্টার। সেই সুবাদেই জায়গা পেলেন মুস্তাফিজ।
এ দলে সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন রানারআপ ইংল্যান্ড থেকে। ব্রিটিশ ওপেনার জেসন রয়, জো রুট, উইকেট কিপার জস বাটলার এবং ডেভিড উইলি রয়েছে এ তালিকায়। চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ থেকে রয়েছেন স্যামুয়েল বাদ্রি ও অলরাউন্ডার এন্ড্রু রাসেলের। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ভারতের রয়েছেন বিরাট কোহলি ও আশিষ নেহরা। বাংলাদেশ ছাড়া দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে রয়েছেন একজন। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, নিউজিল্যান্ডের মিচেল স্যানথার ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক রয়েছেন তালিকায়।