লাল কার্ডের কারণে হেরেছে বার্সা!

 

মাথাভাঙ্গা মনিটর: লাল কার্ড দেখলো রিয়াল মাদ্রিদ, অথচ হেরে গেলো বার্সেলোনা। ভাবা যায়! এমনটাই মনে করেন ২৯ বছর বয়সী বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। শনিবার এল ক্লাসিকোয় বার্সার মাঠ ন্যূ ক্যাম্পে মুখোমুখি হয়েছিলো রিয়াল-বার্সা। ম্যাচে রোনাল্ডো এবং করিম বেনজেমার গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। বার্সার হয়ে একটি গোল করেছিলেন পিকে। ৫৬ মিনিটে প্রথম গোলটি করেছিলো বার্সা। তবে ৫৮ মিনিটে গোল পরিশোধ করেন বেনজেমা। আর ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনাল্ডো। এর আগে খেলার ১০ মিনিট এবং ৮৪ মিনিটে দুটি হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় রিয়াল অধিনায়ক সার্জিও রামোসকে। রামোস মাঠ ছাড়ার পরই গোলের দেখা পান রোনাল্ডো। আর রামোসের ওই লাল কার্ডের জন্যই নাকি বার্সা হেরেছে। এমন মন্তব্য করেছেন পিকে। দল হারার পর বার্সার অফিসিয়াল টুইটার এ্যাকাউন্টে পিকে লেখেন, রামোসের লাল কার্ডের কারণেই আমরা হেরেছি। আসলে রামোস যে সময়ে লাল কার্ড দেখেন আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। কীভাবে খেলবো তা নিয়ে ভাবতে গিয়েই গোল খেয়েছি। হঠাৎ করে রামোস লাল কার্ড দেখায় আমরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, যোগ করেন পিকে। আর সুযোগটা কাজে লাগিয়েছে রিয়াল বলেন তিনি।

পিকে বলেন, আমরা ১১ জন নিয়ে ১০ জনের সাথে কীভাবে খেলবো ভাবতে গিয়েই এলোমেলো হয়ে গিয়েছিলাম। তিনি আরো বলেন, যাই হোক সব ম্যাচেই তো আর আমরা জিততে পারবো না। আমরা এখনও ভালো অবস্থানে আছি। ভবিষ্যতে আবারও জয়ের ধারায় ফিরবো। এই হারের ফলে লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সার পয়েন্ট ব্যবধান কমলো। রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এবং অ্যাটলেটিকোর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে লুইস এনরিকের শিষ্যরা।