দামুড়হুদার দুর্গাপুরে আমবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুরে গভীররাতে  দেড় বিঘা জমির আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্গাপুর পূর্বপাড়ার মোতালেব মণ্ডলের ছেলে শিক্ষক জলিল দুর্গাপুর বন্যগাড়ির ডাঙ্গার মাঠে প্রায় দু বছর আগে শতাধিক আম্রপালি গাছ লাগান। চলতি বছরে গাছে ফল ধরতে শুরু করেছে। গত শনিবার রাতে শত্রুতামূলকভাবে কে বা কারা জমির সব আমগাছ কেটে দিয়েছে। শিক্ষক জলিলের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে শিক্ষক জলিল বলেন আমার সাথে কারো কোনো শত্রুতা নেই, কিন্তু কী কারণে আমার গাছগুলো কেটে দিলো আমি বুঝতে পারছি না।

 

 

কার্পাসডাঙ্গা ইউপির আম গাছের ভাঙা ডাল যেন ম ফাঁদ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের দক্ষিণ দিকের আমগাছের একটা বড় ডাল ঝড়ে ভেঙে সীমানা প্রাচিরের ওপর পড়ছে। এ অবস্থায় ঝুলে আছে ডালটি। যেকোনো সময় ডালটি মাটিতে পড়ে প্রাণহানির মতো অঘটন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে বসে আছে। কিন্তু সামান্য অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরিষদের পাশে প্রাথমিক বিদ্যালয় তাই আম গাছের নিচে স্কুলের কোমলমতি ছেলে-মেয়েরাসহ সাধারণ জনগণ চলাফেরা করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্থক্ষেপ কামনা করেছে সচেতন এলাকাবাসী।