গাংনীর ৯ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। গতকাল রোববার দুপরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- বামন্দী ইউপিতে ইউনিয়ন আ.লীগ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, তেঁতুলবাড়িয়া ইউপিতে ইউনিয়ন আ.লীগ যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ধানখোলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউপিতে যুবলীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউপিতে আ.লীগ নেতা গোলাম ফারুক, কাজিপুর ইউপিতে ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু নাতেক, কাথুলী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ষোলটাকা ইউপিতে ইউনিয়ন আ.লীগ সহসভাপতি আমিনুল কবির দেলবার ও মটমুড়া ইউপিতে ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল হাশেম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন জানান, তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রে যে তালিকা প্রদান করা হয়েছিলো সেনুযায়ী মনোনয়ন চূয়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এতে স্থানীয় নেতাকর্মীদের আশা আকাঙ্খাকার প্রতিফলন ঘটেছে। দুয়েক দিনের মধ্যে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন।

প্রসঙ্গত, চুতুর্থ ধাপে ৭ মে গাংনী উপজেলার ৯ ইউপিতে নির্বাচনের ভোটগ্রহণ। জেলার ৩ উপজেলার মধ্যে গত ৩১ মার্চ মুজিবনগর উপজেলার ৪ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আ.লীগ ২ ও আ.লীগের ২ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন। সদর উপজেলার ৫ ইউপির মধ্যে ৪টিতে তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোট গ্রহণ। একটিতে সীমানা সংক্রান্ত জটিলতা মামলায় তফসিল স্থগিত করে ইসি।