স্টাফ রিপোর্টার: শেরপুরের জেলার ঝিনাইগাতি উপজেলায় ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার টাংশা ইউনিয়নের নৌকুচি সীমান্তের ১১০৪ পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতি থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার। খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।