মা হলেন নার্গিস ফাকরি!

 

বিনোদন প্রতিবেদক: মা হয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। হ্যাঁ ঠিকই পড়ছেন। সম্প্রতি নার্গিস একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। মানে কেনিয়াতে একটা বাচ্চা গণ্ডার দত্তক নিয়েছেন। সূত্র- দ্যা কুইন্ট। আসলে কদিন আগে আফ্রিকার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন নার্গিস। সেখানে একটা বাচ্চা গণ্ডার তাকে দেখে তার দিকে এগিয়ে আসে। আর তাই দেখে নার্গিস ওই গণ্ডারের বাচ্চাটি দত্তক নেয়ার সিদ্ধান্ত নেন। ওই বাচ্চা গণ্ডারটির নাম দেওয়া হয়েছে নার্গিস। দত্তক নেয়ার খবর টুইটারের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন নার্গিস। তিনি টুইট করেন ‘আমি একটি ছোট্ট মেয়েকে দত্তক নিয়েছি সেটা একটা মিষ্টি রাইনো। ও দ্রুত বড় হয়ে যাচ্ছে। ‘বেবি নার্গিস’কে তোমাদের পছন্দ হয়েছে তো?