মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল?

বিনোদন প্রতিবেদক: মা হতে চলেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। বি-টাউনের আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। মিড-ডে’র খবর, সম্প্রতি একটি অনুষ্ঠানে যান শ্রেয়া। ঢিলেঢালা পোশাক পরেছিলেন তিনি। তার শরীরে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছিল। গায়িকার পরিবারের তরফে এখনই কিছু জানানো না হলেও অনুষ্ঠানে অনেকেই শ্রেয়ার ‘বেবি বেলি’ দেখেছেন বলে দাবি করেছেন। ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। ২০০০ সালে ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতায় জয়ী হয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া ঘোষাল। এর পর ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে প্লেব্যাকের কারণে সেরা নারী সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আর ডি বর্মণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পান।এর পর থেকে তিন শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন শ্রেয়া ঘোষাল। গান গেয়েছেন বাংলা, নেপালি, তেলেগু, তামিল, ভোজপুরি, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, গুজরাটি, মালয়ালম, ওড়িয়া ও অসমিয়া ভাষায়। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।