বিশ্ব টুকিটাকি : ভারতে নির্বাচন : ছেড়ে কথা বলছে না কেউ

ভারতে নির্বাচন : ছেড়ে কথা বলছে না কেউ

মাথাভাঙ্গা মনিটর: আর একদিন বাদেই পশ্চিমবঙ্গসহ ভারতের ৪টি রাজ্যে প্রথম দফার নির্বাচন। তাই সর্বত্র এখন বইছে নির্বাচনের উত্তপ্ত হাওয়া। সকল দলের নেতারা রয়েছেন প্রচার-প্রচারণায়। এই নির্বাচনী হাওয়াকে গরম করে তুলেছে শাসক ও বিরোধী দলের আক্রমণাত্মক ভাষায় বক্তৃতা-বিবৃতি। ছেড়ে কথা বলছে না কেউ কাউকে। সারদা কেলেঙ্কারি, নির্বাচনের ঠিক আগে দলের মন্ত্রী-এমপিদের ঘুষ নেয়ার ভিডিও প্রকাশ এবং ফ্লাইওভার ভেঙে মানুষ মারা যাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলকে বেশ চাপের মধ্যে ফেলে দিয়েছে। এই ইস্যুগুলো নির্বাচনে সরকারি দলকে ঘায়েল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী দল। ফ্লাইওভার ধসে আহতদের জন্য বামপন্থীদের রক্তদান শিবির বন্ধ করে দেয়া নিয়েও রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে। যদিও মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরোধী দলকে জবাব দিচ্ছেন ঝাঁঝালো স্বরে। তার ভাষায় আগের চেয়ে আরও বেশিসংখ্যক আসন পেয়ে আবারো ক্ষমতায় আসবে তৃণমূল।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৬.২ মাত্রার ভূমিকম্প

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.২। স্থানীয় সময় গত শুক্রবার রাতে আলাস্কার দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় শনিবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে  (স্থানীয় সময় শুক্রবার ৯টা ৫০ মিনিটে) অ্যাংকারেজ থেকে ৬৫৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চিগনিক লেক থেকে ১০০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিলো। জাতীয় দুর্যোগ সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের হেরাতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এক আফগান কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র রউফ আহমাদি বলেছেন, শুক্রবার ৩টি গাড়ির সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজন আহত হয়েছেন। হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। সতর্কহীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি। রাস্তার দুরবস্থা ও চালকদের ট্রাফিক আইন না মানার কারণে আফগানিস্তানে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

ইন্দোনেশিয়ায় কুমিরের আক্রমণে রুশ পর্যটকের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় ডাইভিং সাইটে কুমিরের আক্রমণে এক রুশ পর্যটক মারা গেছেন। গতকাল শনিবার এক কর্মকর্তা পর্যটক নিহত হওয়ার খবরটি জানান। হতভাগ্য ওই পর্যটকের নাম সের্গেই লিখভার। নিখোঁজ হওয়ার চারদিন পর মঙ্গলবার ওয়েস্ট পাপুয়ার রাজা আমপাতে দ্বীপপুঞ্জে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। স্থানীয় তল্লাশী ও উদ্ধার বিভাগের প্রধান কর্মকর্তা প্রাসেতিও বুদিয়ারর্তো বলেন, গত সপ্তাহে লিখভারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। উদ্ধারকর্মীরা লিখভারের মরদেহটির পেছনে একটি বিরাট আকৃতির লোনা পানির কুমির দেখতে পায়।

 

কলকাতায় ফ্লাইওভার ধস: নির্মাতা প্রতিষ্ঠানের ৮ জন আটক

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসের ঘটনায় সরাসরি দায়িত্ব পালনকারী তিন কর্মকর্তাসহ নির্মাতা প্রতিষ্ঠান আইভিআরসিএল-এর ৮ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উত্তর কলকাতার বড়বাজার অঞ্চলের জোড়াসাঁকো এলাকায় নির্মাণাধীন ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির ২৫০ মিটার অংশ ধসে পড়ে। এতে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আইভিআরসিএল-এর বিরুদ্ধে পোস্তা থানায় মামলা করে পশ্চিবঙ্গ রাজ্য সরকার। এরপর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হায়দারাবাদ থেকে দুজন ও কলকাতার আঞ্চলিক কার্যালয়ে থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়াল বলেন, ফ্লাইওভার ধসের ঘটনায় আইভিআরসিএল-এর তিন কর্মকর্তা মল্লিকার্জুন রাও, প্রদীপকুমার সাহা ও দেবজ্যোতি মজুমদারকে আমরা গ্রেফতার করেছি।
গ্রেফতার তিন জনই সরাসরি ফ্লাইওভারের নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে মল্লিকার্জুন প্রকল্প ব্যবস্থাপক, প্রদীপ সাহা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও দেবজ্যোতি মজুমদার সাইট ইন-চার্জে ছিলেন।
এদিকে প্রতিষ্ঠানটির এক আঞ্চলিক প্রধানের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে গোয়েন্দারা। তাদের দাবি ফ্লাইওভার ধসের পর থেকেই ওই কর্মকর্তা পলাতক রয়েছেন।