বিনোদন প্রতিবেদক: টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’ অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি (২৪) আত্মহত্যা করেছেন। তার সহ-অভিনেতা সিদ্ধার্থ শুক্লা শুক্রবার পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছেন। মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে প্রত্যুষা মারা যান। বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টার পর তাকে সেখানে নেয়া হয়েছিলো। মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি বলেছেন, হাসপাতাল থেকে অভিনেত্রীর মৃত্যুর খবর শুনেছি। পুলিশ এখন এই বিষয়ে তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত জীবনের জটিলতার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রত্যুষা। চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশের পোশাকধারী কয়েকজন ব্যাক্তি তার শ্লীলতাহানি করেছিলো। প্রত্যুষার কাছের বন্ধু অভিনেতা এইজাজ খান দাবি করেছেন, তাকে খুন করা হয়েছে। তিনি বলেছেন, আমার বন্ধু আর নেই। যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। কিন্তু এটি আত্মহত্যা নয়। সে এতোটা দুর্বল ছিলো না। মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। প্রত্যুষা ব্যানার্জি ‘বালিকা বধূ’ টিভি সিরিয়ালে আনন্দি চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি রিয়ালিটি শো ‘বিগ বস’ ও ‘ঝালাক দিখলা জা’তে অংশ নিয়েছিলেন।