স্টাফ রিপোর্টার: পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বড়গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সুবোধ সরকার (২১) নামে এক কৃষক মারা গেছেন। এসময় তার ভাই সঞ্জীব সরকার(২২)এবং লিটন(২১) নামে আরো দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবোধ সরকার উপজেলার বড়গ্রামের মন্টু সরকারের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড়গ্রাম মাঠে পেঁয়াজের জমিতে কাজ করছিলেন সুবোধ, সঞ্জীব ও লিটন। দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুবোধ মারা যান। আহত দুজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।