স্টাফ রিপোর্টার: ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সমাপনী উপলক্ষে ৱ্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে মানববন্ধন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও প্রাক্তণ অধ্যক্ষ এসএম ইস্রাফিল। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুঝাত পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও প্রাক্তণ অধ্যক্ষ এসএম ইস্রাফিল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাড. নওশের আলী প্রমুখ।