দেশের টুকিটাকি : তনুর মা-বাবাকে সিআইডির জিজ্ঞাসাবাদ

তনুর মা-বাবাকে সিআইডির জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় তার মা-বাবাসহ পরিবারের পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের সিআইডি কুমিল্লা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান বলেন, আসামিদের শনাক্ত করতে তনুর পরিবারের সদস্যদের সেনানিবাসের বাইরে এনে স্বাধীন ও মুক্ত পরিবেশে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে তনু হত্যা মামলার তদন্ত বিষয়ে বিশেষ বৈঠক করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আখন্দ, তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইব্রাহিম গাজী ও  সিআইডির তদন্তকারীরা। পরে তারা সেনানিবাসে প্রবেশ করেন এবং প্রায় দুই ঘণ্টা সেনানিবাসের ভেতরে অবস্থান করে তনুর লাশ যেখানে পাওয়া গিয়েছিলো, সেটি পরিদর্শন করেন। পরে বেলা আড়াইটার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, বড় ভাই নাজমুল হোসেন, চাচা আনোয়ার হোসেন ও চাচাতো বোন লাইজু জাহানকে সিআইডি কুমিল্লা কার্যালয়ে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুকে কুমিল্লা সেনানিবাস এলাকায় ধর্ষণের পর হত্যা করা হয়। পরে একটি কালভার্টের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন একটি হত্যা মামলা।

লজ্জা এড়াতে ভোট বর্জনের চিন্তা বিএনপির : হানিফ

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের চরম ভরাডুবি হয়েছে। তাই লজ্জার হাত থেকে বাঁচতে তারা এখন নির্বাচন থেকে বেরুনোর চিন্তা করছে। চলমান ইউপি নির্বাচনে প্রথম দুই পর্বের ভোটে ব্যাপক জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে বিএনপি হুমকি দিয়েছে, তৃতীয় পর্বের ভোটেও চিত্র না পাল্টালে তারা পরবর্তী তিন পর্বের ভোট বর্জন করবে। পরে শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক সভার পর ভোট নিয়ে বিএনপির অভিযোগের প্রতিক্রিয়া সাংবাদিকদের জানান হানিফ।
তিনি বলেন, কেউ যদি ব্যর্থ হয়ে নির্বাচন বর্জন করতে চায়, তাহলে তো অন্য কারো কিছু বলার থাকে না। বিএনপিকে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসতে হলে এ ব্যর্থতা মেনে নিতে হবে।

পাবনায় প্রেমিকার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে প্রেমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: পাবনা উপজেলার কামারগাঁও গ্রামের একটি গোয়ালঘরের মাটি খুঁড়ে মনিরুজ্জামান মনির (২৫) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে পুলিশ নিখোঁজের ৬ দিন পর তার লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের কথিত প্রেমিকা রাবেয়া খাতুন, তার বাবা আবুল হোসেন, মা ঝর্না খাতুন ও ভাই আলামিনকে আটক করেছে। এদের বাড়ি পাবনা সদর থানার কামারগাঁও গ্রামে। আটক রাবেয়ার সাথে নিহত মনিরুজ্জামান মনিরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা গেছে। নিহত মনিরুজ্জামানের বাবার নাম মাওলানা আব্দুল মজিদ। সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে তাদের বাড়ি। মনির পাবনা আলীয়া মাদরাসার অনার্সের শিক্ষার্থী।