দামুড়হুদার মুন্সিপুর ও ঠাকুরপুর সীমান্তে বিজিবির মদ ও ফেনসিডিল উদ্ধার

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর ও ঠাকুপুর সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ ও  ফেনসিডিল  উদ্ধার করেছেন। গত শুক্রবার দিবাগতরাত ২টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার তোতামিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান মুন্সিপুর মাঠে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা ৯২ বোতল  ভরতীয় ফেনসিডিল ও ২৫ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা মদ ও  ফেনসিডিল  উদ্ধার করে। অপরদিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের টহল কমন্ডার হাবিলদার আব্দুল মতিন সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে শক্রবার ভোর সাড়ে ৩টার দিকে চাকুলিয়ার খালেরপাড়  থেকে  ৯৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।