চুয়াডাঙ্গা বোয়ালমারী গ্রামের সন্তান অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু জাফর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। গত শুক্রবার বেলা সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত ধুনা উল্লাহ মণ্ডলের মেজ ছেলে আবু জাফর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে সভাপতি কর্পোরাল (অব.) শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মেহেদী হাসান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমান চলতি ব্যবস্থাপনায় মরহুমের জানাজায় সেনাবাহিনীর গার্ড অব অনার বিধান থাকা সত্ত্বেও যোগাযোগের সমন্বয়হীনতার কারণে তা সম্ভব না হওয়ায় সংশ্লিষ্ট সেনাবাহিনীর পক্ষে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে যাতে এমন অবস্থা না হয় সেজন্য সজাগ থাকার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।