গাংনী প্রতিনিধি: গাংনীতে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- বেদানা খাতুন ও লাল বানু। গতকাল শনিবার সকালে মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা তালতলা নামক স্থান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। বেদানা খাতুন আলমডাঙ্গা ওসমানপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী এবং লাল বানু একই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। গ্রেফতার দুজন মাদকব্যবসায়ী বলে জানায় পুলিশ।
জানা গেছে, সীমান্ত থেকে ফেনসিডিল বহন করে গন্তব্যে যাওয়ার সময় হাড়াভাঙ্গা তালতলা নামক স্থানে পীরতলা ক্যাম্প পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বেদানা ও লাল বানুকে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের ওই দলটি। গতকালই তাদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গাংনী থানার ওসি।