গাংনীতে ইম্প্যাক্ট জীবন যাত্রার চিকিৎসা সেবা

 

গাংনী প্রতিনিধি: ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মেডিকেল ভ্যান (বাস) জীবন যাত্রার মাধ্যমে গতকাল শনিবার দিনব্যাপী মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীতে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বামন্দী সবজি বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনের সামনে  ১১৫ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ইম্প্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টারের প্রশাসক ডা. মাহাবুব হোসেন ও মেডিকেল অফিসার ডা. সেলিম রেজা। সকালে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বামুন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের গাংনী উপজেলা ম্যানেজার শামীম আহাম্মেদ, মেহেরপুর সদর উপজেলা ম্যানেজার সোহেল আহাম্মেদ, সিনিয়ার স্টাফ নার্স তিশা খাতুন, রাজিয়া সুলতানা, মনিকা দেবী, মাঠ সংগঠক  মুকুল হোসেন, হাবিবুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরিদা খাতুন। এখন থেকে প্রতি শনিবার ‘জীবন যাত্রা’ মেডিকেল ভ্যান বামুন্দীতে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবে বলে জানান প্রশাসক।