কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছির সদাবরি গ্রামে কপোত কপোতি আটকের ঘটনা ঘটেছে।
জানা গেছে, কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শহিদুলের ছেলে স্কুলছাত্র আল হাদিস (১৫) সাথে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড়বলদিয়ার স্কুলছাত্রীর (১৩) সাথে মোবাইলফোনে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে প্রেমিকাকে মোবাইলফোনে ডেকে নেয় ওই স্কুলছাত্র। এক পর্যায়ে সদাবরি মাঠের ভেতর গভীর নলকূপের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। স্কুলছাত্রীর চিৎকারে ছুটে আসে মাঠের লোকজন বিষয়টি বুঝতে পেরে ২ জনকে আটক করে সদাবরি পূর্বপাড়া ক্লাবঘরে আটকে রেখে বিয়ে দেয়ার চেষ্টা চালায়। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি বিষয়টি জানতে পেরে কিশোর-কিশোরীকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি সাথে সাথে দামুড়হুদা মডেল থানায় তাদেরকে চালান দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সুরাহার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।