কুড়ুলগাছি প্রতিনিধি: কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে দুস্থ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ৩০ জন দুস্থ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক ডালিয়া, সকল ইউপি সদস্য, সচিব মহিউদ্দিন প্রমুখ।