স্টাফ রিপোর্টার: রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে চলছে টানটান উত্তেজনা। ইউনিয়নের পাল্টাপাল্টি কমিটি গঠনের জের ধরে গতকাল তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে নির্বাচিত কমিটিকে কাজ করতে না দিলে রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য এ টার্মিনালে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের একাংশ।
রাজধানীর দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, তিন মাস আগে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এতে নতুন একটি কমিটি গঠিত হয়। কিন্তু পরে এ কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। ফলে দুই কমিটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওসি বলেন, এ ঘটনায় নির্বাচিত কমিটির নেতাকর্মীরা গতকাল সকালে বাস টার্মিনালে এসে প্রতিবাদ সমাবেশ করেন। এরপরই এখানে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টায় পুলিশ ও পরিবহন নেতাদের সমঝোতায় রাজধানীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, অন্যায়ভাবে নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন অভিযোগ করেন, এমপি বহিরাগত কথিত শ্রমিকদের নিয়ে মিটিং ডেকেছেন। এই মিটিং বন্ধ করা না হলে পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবেন। তবে সাবিনা আক্তার তুহিন এমপি এসব বিরোধে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তারা আমাকে প্রধান অতিথি করার প্রস্তাব দিয়েছেন এবং সম্মেলন করার ব্যাপারে তাদের আদালতে নির্দেশনা রয়েছে। এ কারণে আমি প্রধান অতিথি হতে রাজি হয়েছি।
ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের একাংশের সহসভাপতি সৈয়দ শহিদুল ইসলাম বলেন, গত ২৬ ডিসেম্বর কমিটির নির্বাচন হয়। এ নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হই। কিন্তু এ কমিটিকে মেনে না নিয়ে ভিন্ন একটি কমিটি গঠন করা হয়। অথচ তারা নির্বাচনে অংশই নেয়নি। এদিকে প্রতিপক্ষ গ্রুপের সভাপতি শওকত হোসেন বলেন, আমরাও টার্মিনালের শ্রমিক। কিন্তু আমরা বারবার নির্বাচন দাবি করেছি।