আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের বেলতলা রেলগেটের অদুরে আতাতলা নামকস্থানে ছিনতাই সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৮/১০ জনের ছিনতাইকারী দল সড়কে কলাগাছ ফেলে ২টি আলমসাধু গতিরোধ করে চালকদের হাত-পা বেঁধে রেখে ২টি আলমসাধু ছিনতাই করেছে। প্রায় দেড়ঘণ্টা পর ছিনতাইকৃত আলমসাধু নিরাপদ স্থানে পৌঁছুনোর খবর পেয়ে ছিনতাইকারীরা চালকদের ছেড়ে দিয়েছে। আলমসাধু গাড়ি হারিয়ে দুচালক দিশেহারা হয়ে পড়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের ছামেদ আলীর ছেলে আব্দুর রউফ ও জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পোকামারিপাড়ার মোতালেব হোসেনের ছেলে দুলাল হোসেন পেশায় আলমসাধুচালক। তারা উভয়ে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে আলমসাধু কিনে ভাড়া মেরে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে। গত বৃহস্পতিবার বিকেলে খাসপাড়া গ্রামের ভূষিমাল ব্যবসায়ী নূর ইসলামের ভুট্টা নিয়ে আন্দুলবাড়িয়া বাজারে বিশিষ্ট ভূষিমাল ব্যবসায়ী আব্দুল লতিফ ট্রের্ডাসে বিক্রির উদ্দেশে আসেন। ভুট্টা বিক্রি করে রাত ১০টার দিকে আলমসাধু নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে আতাতলা নামক স্থানে পৌঁছুলে ৮/১০ জনের ছিনতাইকারী দল সড়কে কলাগাছ ফেলে আলমসাধুর গতিরোধ করে। কোনো কিছু বুঝো ওঠার আগেই ছিনতাইকারীদল দেশীয় ধারালো অস্ত্রের মুখে তাদের হাত পা বেঁধে ২টি মোবাইলফোন ও ২টি আলমসাধু ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আলমসাধুচালক দুলাল হোসেন ও রউফ বাদী জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জীবননগর থানার ওসি তদন্ত গোলাম মোহাম্মদ বলছেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।