দায়েরকৃত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গোবিন্দপুরের চেরাগ আলী-চাঁদ আলীসহ ৪ ভাই ও ২ ছেলে

 

আলমডাঙ্গার ব্যুরো: আলমডাঙ্গার গোবিন্দপুরের চেরাগ আলী, চাঁদ আলীসহ ৬ ব্যক্তি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। মের্সাস নূর মোহাম্মদ সার ও কীটনাশকের দোকানে ঢুকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। গত ২৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতি দেন। ওই মামালার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার এসআই মকবুল হোসেনের আদালতে দাখিলকৃত রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদেরকে ওই মামলা থেকে অব্যাহতি দেন। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বাদী ও বিবাদী একই গোষ্ঠীর। মসজিদের হিসাব-নিকাশকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য ছিলো। সে হিসাব-নিকাশের একপর্যায় তাদের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। সে সময় স্থানীয় লোকজন তাদের গোলযোগ মিটিয়ে দেন। কিন্তু বাদী গোবিন্দপুরের মৃত নূর মোহাম্মদের ছেলে আশিক আল নূর গত ১ অক্টোবর চেরাগ আলী, চাঁদ আলীসহ তাদের ৪ ভাই ও ২ ছেলের বিরুদ্ধে মের্সাস নূর মোহাম্মদ সার ও কীটনাশকের দোকানে ঢুকে মারধর করে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে থানায় এজাহার দায়ের করেন। অথচ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।