দর্শনা পুরাতন বাজারের ইয়ার লাইন্স সদস্য মুন্নার মৃত্যু

 

কক্সবাজারে থিয়েটার ক্যাম্পে যোগ দেয়া হলো না দর্শনার ৫৬ সদস্য প্রতিনিধিদলের

দর্শনা অফিস: কক্সবাজারে থিয়েটার ক্যাম্পে যোগ দিতে গিয়ে দর্শনা পুরাতন বাজারের ইয়ার লাইন্স সদস্য মুন্না মারা গেছেন (ইন্না……….রাজেউন)। দর্শনা অনির্বাণ থিয়েটারের ৫৬ সদস্য প্রতিনিধিদলের একজন ছিলেন মুন্না। কক্সবাজারে পৌঁছে থিয়েটার ক্যাম্পে যোগদানের আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নাট্যকর্মী মুন্নার অকাল মৃত্যুতে দর্শনায় নেমেছে শোকের ছায়া।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে দু দিনব্যাপী থিয়েটার ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পে যোগ দিতে গতপরশু বৃহস্পতিবার বিকেলে দর্শনা অনির্বাণ থিয়েটারের ৫৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল দর্শনা ত্যাগ করে। এ দলটি গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কক্সবাজারে পৌঁছায়। এ সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন দর্শনা পুরাতন বাজারপাড়ার অলি আহম্মেদের ছেলে ইয়ার লাইন্স সদস্য হাবিবুর রহমান ওরফে মুন্না (২৯)। তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মুন্নার অকাল মৃত্যু খবর দর্শনা পৌঁছুলে গোটা শহরে নেমে আসে শোকের ছায়া। আজ শনিবার বিকেলে মুন্নার লাশ দর্শনায় আনা হতে পারে বলে পারিবারিকসূত্র জানিয়েছে। মুন্নার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ।