চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতে পুলিশ লাইনে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ফিতে কেটে পুলিশ সুপার রশীদুল হাসান আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গা পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত করার প্রথম ধাপ এটি। এর মাধ্যমে নারী পুলিশ সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত হবে। প্রাথমিকভাবে নতুন ভবনটি হবে দুই তলা। পরে পর্যায়ক্রমে বাড়িয়ে ৬ তলা করা হবে। আর এতে করে নারী পুলিশ সদস্যদের কাজে গতি আসবে বলেও তিনি মন্তব্য করেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নির্মাণকাজের মাটি কেটে কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার।

পরে মোনাজাত ও দোয়া পড়ান পুলিশ লাইনস জামে মসজিদের ইমাম কারী মো. ইউনুছ আলী শেখ। এ সময় উপস্থিত ছিলেন- গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শফিউজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ, প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান, জেলা পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর জামসেদ আলী, রিজার্ভ অফিসার রাসেল আহম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইউনুছ আলী, পুলিশের যানবাহন পুলের ইন্সপেক্টর আমিনুল ইসলাম, ঠিকাদার আলী রেজা সজলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুত্র জানায়, চুয়াডাঙ্গাতে কর্মরত নারী পুলিশ সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতেই নতুন এই ভবন তৈরি করা হচ্ছে। নতুন এই ভবনটি ৬ তলা ফাউন্ডেশনের হলেও প্রাথমিকভাবে হবে দুই তলা। এটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৮ লাখ টাকা। নতুন এই ভবনটি নির্মাণ হলে প্রায় শতাধিক নারী পুলিশ সদস্যদের আবাসন নিশ্চিত হবে।

চুয়াডাঙ্গা গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে তৈরি হওয়া নতুন এই ভবনের ঠিকাদারি কাজ করছেন সজল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আলী রেজা সজল। তিনি জানান, নতুন এই ভবনের নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে প্রায় এক বছর।