আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নিকটবর্তী নওদাপাড়ায় ২ আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহত ও আহত সকলের বাড়ি আলমডাঙ্গার ভোগাইল বগাদী গ্রামে। গতকাল আলমসাধুযোগে কুষ্টিয়া জেলার ইবি থানার ঐতিহাসিক ঝাউদিয়া মসজিদে মান্নত শোধ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদী গ্রামের ১০/১২ জন নারী-পুরুষ মান্নত শোধ দিতে আলমসাধুযোগে কুষ্টিয়া ইবি থানাধীন ঐতিহাসিক ঝাউদিয়া মসজিদে যাচ্ছিলো। পথিমধ্যে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের পাশে প্রধান সড়কে পৌঁছলে অপরদিক থেকে আসা আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভোগাইলবগাদী গ্রামের ভাদু মণ্ডলের ছেলে নূরুল হক (৪৫), আব্দুল কুদ্দুসের ছেলে নূরুল হক পলাশ (৪০), নূর ইসলামের ছেলে মহাসিন (৪২), রুবেল ড্রাইভার (৪০) , মনির হোসেনের স্ত্রী আঙ্গুরা খাতুন (৪৫), রিয়াদ আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৬২) , রবিউল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন (৫৫) মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদীতে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে নূরুল হক পলাশ, মহাসিন ও রুবেল ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ সন্তানের জনক নূরুল হকের মৃত্যু হয়। পরবর্তে হারদীতে চিকিৎসাধী সুফিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। রাত সোয়া ১১টার দিকে মরহুমের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে বাড়িতে নেয়া হয়।