সড়ক দুর্ঘটনায় দুই জেলায় চারজন নিহত

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক প্রাণ হারিয়েছেন।
রাজবাড়ীতে নিহত তিনজন হলেন মাহেন্দ্র চালক ওয়াহিদ (৪০) এবং যাত্রী আবদুল হাকিম (৫০) ও লুৎফা বেগম (২৫)। ওয়াহিদ গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। লুৎফার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী কমলদা গ্রামে। আবদুল হাকিমের ঠিকানা পাওয়া যায়নি। গৌরনদীতে নিহত ব্যক্তির নাম জুয়েল হাওলাদার (২৫)। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ছেলে।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে তিন চাকাবিশিষ্ট একটি মাহেন্দ্র গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলো। বেলা দেড়টার দিকে চর খানখানাপুর ইটভাটা এলাকায় গাড়িটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই লুৎফা বেগমের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচজন যাত্রীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ওয়াহিদ ও আবদুল হাকিম মারা যান।