বাস কেড়ে নিলো ইউএনও’র প্রাণ
স্টাফ রিপোর্টার: যাত্রীবাহী বাসের ধাক্কায় ময়মনসিংহ ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম (৩৭) নিহত হয়েছেন। এ সময় তার সাথে মোটরসাইকেলে থাকা ত্রিশাল ভূমি অফিসের এমএলএস নসর উদ্দিনও গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম গাজীপুর শ্রীপুর উপজেলার ৩ নং লোহাগাত ওয়ার্ডের গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে। তিনি ২৮তম বিসিএসে চাকরিতে যোগ দেন। ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রাশেদুল ইসলাম নসর উদ্দিনকে নিয়ে একটি তদন্তকাজে উপজেলার বৈলর যাচ্ছিলেন। পথে ওই স্থানে ময়মনসিংহগামী পদ্মা গেটলক সার্ভিসের যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন রাশেদুল ও নসর উদ্দিন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চুরখাই কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
চট্টগ্রামে সংঘর্ষে ছাত্র নিহত : বিশ্ববিদ্যালয় বন্ধ
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে কর্তৃত্ব নিয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নাসিম আহমেদ সোহেল নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কমিটির সদস্য ছিলেন। এদিকে এ ঘটনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। খুনের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। নিহত নাসিম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের এমবিএ’র ছাত্র ছিলেন। নগরের শেরশাহ কলোনির বাসায় বাবা-মায়ের সাথে থাকতেন তিনি।
যশোরে বিএনপি নেতাকে গুলি করে খুন
স্টাফ রিপোর্টার: যশোরে ইদ্রিস আলী নামে বিএনপির এক নেতাকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার সাতমাইল বাজারে তাকে খুন করা হয়। নিহত ইদ্রিস আলী উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের হাশেম আলী মোল্লার ছেলে। তিনি কাশিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি এক সময় চরমপন্থি দলের নেতা ছিলেন। চরমপন্থি নান্নু বাহিনীর সদস্যরা তাকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইদ্রিস আলী সাতমাইল বাজারে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ইদ্রিস আলী সাবেক চরমপন্থি নেতা। তাকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালমর্গে প্রেরণ করেছে।
১০ লাখ টাকা দেনমোহরে ঈশিকার বিয়ে
স্টাফ রিপোর্টার: লন্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খানকে বিয়ে করেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপক ঈশিকা খান। বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছে ১০ লাখ টাকা। গত সোমবার রাতে ধানমণ্ডিতে ঈশিকার নিজ বাসভবনে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে তার গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার। শুক্রবার বিয়ের অনুষ্ঠান, আর রোববার বৌভাতের আয়োজন করা হবে। শ্বশুরবাড়ি থেকে ৪০ ভরি গয়না দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঈশিকা। তাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। বিষয়টি নিজেই ঈশিকা খান জানিয়েছিলেন। তবে হঠাৎ করেই সোমবার রাতে দু পরিবারের সিদ্ধান্তে বিয়ের কাজ সম্পন্ন হয়।
স্বামীকে মোটা হাতি ডাকলে…
মাথাভাঙ্গা মনিটর: স্বামীকে তার স্ত্রী মোটা হাতি বলে ডাকলে তা বিবাহবিচ্ছেদের জন্য যৌক্তিক কারণ হতে পারে। সম্প্রতি ভারতের দিল্লি হাইকোর্ট এ রায় দিয়েছেন। প্রতিবেদনে জানানো হয়, ২০১২ সালে পারিবারিক আদালতের এ-সংক্রান্ত একটি রায় দিল্লি হাইকোর্ট বহাল রেখেছেন। নিম্ন আদালতের আদেশে স্বামীকে মোটা হাতি বলে ডাকার বিষয়টিকে মানসিক বর্বরতার শামিল হিসেবে অভিহিত করা হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়, ত্রিশোর্ধ্ব ব্যবসায়ী স্বামীর ওজন ছিলো ১০০ কেজি। অতিরিক্ত মোটা হওয়ায় তাকে তার স্ত্রী নিয়মিত অপমান করতেন বলে তার অভিযোগ। তাকে মোটা হাতি বলে ডাকতেন স্ত্রী। পারিবারিক আদালত এই দম্পতির বিচ্ছেদ অনুমোদন করেছিলেন। ওই আদেশ চ্যালেঞ্জ করেন স্ত্রী। কিন্তু নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, স্বামী অতিরিক্ত মোটা হলেও তাকে হাতি বা মোটা হাতি নামে ডাকা তার আত্মমর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাতের শামিল। এ ধরনের বিদ্রূপে স্বামী খুব আহত বোধ করেছিলেন। আর স্ত্রীও কৌতুক করে তার স্বামীকে এসব নামে ডাকেননি। এখানে ভালোবাসা বা আবেগও ছিলো না।