জীবননগরে ধোপাখালী ইউনিয়ন পরিষদ নামকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

জীবননগর ব্যুরো: জীবননগরে নবগঠিত মনোহরপুর ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ধোপাখালী ইউনিয়ন পরিষদ নামকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন করা হয়। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ ও একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

বাস্তবায়ন কমিটির সভাপতি আনোয়ারুল কবীরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, সহসম্পাদক আশরাফ আলী, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, নির্বাহী সদস্য- সোহরাব হোসেন গগন, চন্দন, জসিম উদ্দিন, বাবু ও নুরুলসহ ধোপাখালী, মনোহরপুর, কালা, মাধবখালী, ছটাংগা, মানিকপুর ও রাজাপুর গ্রামবাসী। এ সময় বক্তারা বলেন, নবগঠিত মনোহরপুর ইউনিয়নের মধ্যে ধোপাখালী গ্রামটি মধ্যবর্তী স্থানে অবস্থিত। অন্যদিকে মনোহরপুর গ্রামটি নবগঠিত ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত। এছাড়াও ইউনিয়নের ৭টি গ্রামের মধ্যে ধোপাখালী গ্রামটিতে ২টি বিজিবি ক্যাম্প, ১টি হাইস্কুল, ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, মুক্তিযোদ্ধাদের কবর, কমিউনিটি ক্লিনিক, যাতায়াত ব্যবস্থার সুবিধাসহ ভোটার সংখ্যাও সবচেয়ে বেশি রয়েছে। এসব সুযোগ-সুবিধা থাকার কারণে নবগঠিত মনোহরপুর ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ধোপাখালী ইউনিয়ন পরিষদ নামকরণের জোর দাবি জানিয়েছে ৭টি গ্রামের অধিবাসী।