চুয়াডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতার পুরস্কার বিতরণ

 

গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্যবিলুপ্ত জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল¬ুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির, ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুব ইসলাম সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি শফিউল ইসলাম, গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুল হক, পৌর আ.লীগ নেতা মহাসিন রেজা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদ হোসেন, এমদাদুল হক টুকু, মহাসীন আলী, কাজলী খাতুন, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইস্পেয়ারা খতুন, আব্দুল কুদ্দুস, নাসির হোসেন, আশরাফ হোসেন, শফিউদ্দিন টিটু, তাজুল ইসলাম, হামিদুল প্রমুখ। অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের  হাতে পুরস্কার তুলে দেন। অত্র বিদ্যালয়ের ছাত্র তৌফিকুর রহমান খুলনা বিভাগীয় স্কাউটে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়। পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক হামিদুল হক ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার শিক্ষক বেলাল হোসেন। বিজ্ঞপ্তি।