মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজাসেবীর কারাদণ্ড

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের জিয়া (২৭) নামের এক মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন। সে ভবরপাড়া গ্রামের মানিকের ছেলে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে রতনপুর স্লুইচগেটের ওপর ওপর গাঁজাসেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এএসআই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে জিয়াকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, গতকালই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।