মহেশপুরের গুয়ালহুদা-সাড়াতলা সংযোগ সড়ক উন্নয়নের উদ্বোধন করলেন এমপি নবী নেওয়াজ

 

মহেশপুর প্রতিনিধি: গত রোববার বিকেলে উপজেলার হুয়ালহুদা মোড়ে গুয়ালহুদা-সাড়াতলা সংযোগ সড়ক উন্নয়নের উদ্বোধন করেন এমপি নবী নেওয়াজ। ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন- মহেশপুর পৌর আ.লীগের সভাপতি অমল কুণ্ডু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মহেশপুর পৌর কাউন্সিলর আতিয়ার রহমান আতি, ফতেপুর ইউনিয়নের আ.লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক উপজেলা যুবলীগের নেতা টিএম আজিজুর রহমান। উপস্থিত ছিলেন- মহেশপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মানিক বিশ্বাস প্রমুখ। এছাড়া ইউনিয়নের আ.লীগের সভাপতি সেক্রেটারিসহ সুধীজন ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, এলজিইডি এর বাস্তবায়নে প্রায় ৪৭ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যে গুয়ালহুদা-সাড়াতলা সংযোগ সড়ক উন্নয়নে ১ কিলোমিটার পিচ রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করা হয়। রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের নামে নামকরণ করা হয়।