দেশ বিদেশের টুকরো খবর : চবিতে প্রথম নারী প্রো-ভিসি

চবিতে প্রথম নারী প্রো-ভিসি

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতার। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী অধ্যাপক এ পদে নিয়োগ পেলেন। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে প্রো-ভিসির নিয়োগ-সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজট দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য। এছাড়া ছাত্রীদের যাতে আর কোনো রকমের হয়রানি হতে না হয় সে ব্যাপারে আমার লক্ষ্য থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আরও অনেক কাজ করার আছে বলেও জানান তিনি। তবে এক্ষেত্রে শিরীন আখতার বিশ্ববিদ্যালয় ভিসিসহ সকলের সহযোগিতা কামনা করেন। ড. শিরীন আখতার ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এমএ এবং ১৯৭৬ সালে বিএ অনার্স করেন।

 

কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সব ধরনের কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সরকার। আগামী ৩ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, পাট অধ্যাদেশ, ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক সকল প্রকার কাঁচা পাট রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী ৩ এপ্রিল থেকে প্রত্যাহার করা হল। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। এর আগে গত বছরের ৩ ডিসেম্বর দেশ থেকে কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বের যেকোনো দেশে সব ধরনের কাঁচা পাট রফতানি কার্যক্রম স্থগিত থাকবে বলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। প্রসঙ্গত, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক করার পর গত বছরের ৩০ নভেম্বর থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সরকার। ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

তারেক ইন্টারপোলকে বিভ্রান্ত করেছেন : পুলিশ

স্টাফ রিপোর্টার: ইন্টারপোল থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রেড নোটিশ প্রত্যাহার কোনোভাবেই ফৌজদারি অপরাধের দায়মুক্তি প্রদান করে না বলে দাবি করেছে পুলিশ সদর দফতর। তাদের দাবি, লবিস্ট নিয়োগের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারেক রহমান ইন্টারপোলকে বিভ্রান্ত করে রেড নোটিশ থেকে নাম প্রত্যাহার করিয়েছেন। পুলিশ সদর দফতর থেকে বিষয়টি জানতে চেয়ে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। গতকাল সোমবার তারেক রহমানের ইন্টারপোল রেড নোটিশ সংক্রান্ত পুলিশ হেডকোয়াটার্সের বক্তব্য শীর্ষক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলাসহ ১৩টি মামলার চার্জশিটভুক্ত আসামি তারেক রহমান। গত বছর ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করে পুলিশ সদর দফতর। বিচারাধীন পলাতক আসামিকে ইন্টারপোল রেড নোটিশ জারির মাধ্যমে গ্রেফতার করে আদালতে হাজির করা সম্পূর্ণ বিধিসম্মত এবং ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয়। বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রেরিত দলিলাদি ইন্টারপোল সচিবালয় পরীক্ষা-নিরীক্ষা করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে সম্পূরক তথ্যাদি ও দলিলাদি চেয়ে তা বিশ্লেষণ করে রেড নোটিশ জারি করে।

 

প্রেমিকের হৃদপিণ্ড বের করে আনা প্রেমিকার ফাঁসি

স্টাফ রিপোর্টার: প্রেমিককে হত্যা করে বুক ফেড়ে হৃৎপিণ্ড বের করে আনা এক তরুণীকে মৃত্যুদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। গতকাল সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় দেন। রায়ের সময় দণ্ডিত ২১ বছর বয়সী ফাতেমা আক্তার সোনালী আদালতে উপস্থিত ছিলেন। কলেজছাত্র ইমদাদুল হক শিপন হত্যা মামলার আরেক আসামি মেহেদী হাসান অনিককে খালাস দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট সাব্বির আহমেদ জানান, ২০১৪ সালের ৮ মার্চ নগরীর জোড়াগেট গণপূর্ত বিভাগের আবাসিক কলোনি থেকে শিপনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শিপনের বুক ফেড়ে হৃদপিণ্ড দুই টুকরা করে বিছানার ওপর ফেলে রাখা ছিলো। এ ঘটনায় শিপনের ভাই মো. বাবুল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যামামলা দায়ের করেন। ১৫ মার্চ শিপনের প্রেমিকা ফাতেমা আক্তার সোনালীকে গ্রেফতার করে পুলিশ। আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন সোনালী। তার স্বীকারোক্তি অনুযায়ী মেহেদী হাসান অনিক নামের আরেকজনকে পুলিশ গ্রেফতার করে।

 

লাহোর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের লাহোরে গুলশান-ই-ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৯ জনই শিশু। এতে আহত হয়েছে অন্তত ৩শ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জামাত-উল-আহরার নামে তালেবানের একটি গ্রুপ। পাকিস্তানের প্রেসিডেন্ট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আঞ্চলিক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে। জামাত-উল-আহরার জানিয়েছে, তারা ওই পার্কে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডের অনুষ্ঠানকে লক্ষ্য করে এ হামলা চালায়। যদিও পুলিশ বলছে, এ দাবির বিপরীতে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেছেন, খ্রিস্টানদের ইস্টার উত্সবই তাদের হামলার লক্ষ্য ছিল। তিনি বলেন, এই হামলার মাধ্যমে তারা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এই বার্তাই দিতে চান যে তারা লাহোরে ঢুকে গেছেন এবং আরো হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।

 

আজানের সময় বক্তৃতা বন্ধ রাখলেন মোদি

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রচারণা জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের কঠোর সমালোচনা করছিলেন, বক্তৃতার সেই তুঙ্গ সময়ে আজান শুরু হলে তিনি বক্তৃতা থামিয়ে দেন। গত রোববার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনপুর জেলার খড়গপুড়ের বিএনআর ময়দানে এ ঘটনা ঘটেছে। মোদির বক্তৃতার মাঝামাঝি সময় নিকটবর্তী মসজিদে আজান শুরু হয়। সাথে সাথেই তিনি বক্তৃতা থামিয়ে চুপ করে আজান শেষ হওয়ার অপেক্ষায় থাকেন। এ সময় ময়দানে উপস্থিত হাজার হাজার মানুষ তাকে বক্তৃতা শুরু করার আহ্বান জানালেও হাত উঠিয়ে মোদি তাদের শান্ত থাকতে বলেন। তিনি বলেন, ক্ষমা করবেন। আজান চলছে। আমার কারণে কারো প্রার্থনায় কোনো সমস্যা হওয়া উচিত নয়, তাই আমি কয়েক মিনিট অপেক্ষা করছি। আজান শেষ হওয়ার পর ফের বক্তৃতা শুরু করে পশ্চিমবঙ্গ ধ্বংস করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও কমিউনিস্টদের আক্রমণ করতে শুরু করেন তিনি। ২০১৪ সালের নভেম্বরে কোলকাতায় ভারতীয় জনতা দলের (বিজেপি) সভাপতি অমিত শাহ্ও একবার বক্তৃতা দেয়ার সময় আজান শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত বক্তৃতা বন্ধ করে অপেক্ষা করেছিলেন।

১৫ হাজার ডিম দিয়ে অমলেট

মাথাভাঙ্গা মনিটর: ইস্টার উদযাপন উপলক্ষে ফ্রান্সের দক্ষিণাঞ্চল বেসিয়ারসে সোমবার বিশাল অমলেট বানানো হয়। এর আয়োজন করেন জায়ান্ট অমলেট ব্রাদারহুডের সদস্যরা। এই অমলেট তৈরিতে ব্যবহার করা হয় ১৫ হাজার ডিম।

 

বলিউডে ফিরছেন প্রীতি

মাথাভাঙ্গা মনিটর: বলিউডে অনেক তারকা অভিনয়শিল্পীর ক্ষেত্রেই এমনটা হয়েছে। ক্যারিয়ারের একটা সময় বিয়ে করেছেন আর এরপর সরে গেছেন বলিউড ছেড়ে। কিন্তু প্রীতি জিনতার ক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় যে এমনটি ঘটছে না। গত মাসে বিয়ে করেছেন এই তারকা অভিনেত্রী। আর তার বিয়ের পরপরই প্রীতির ছবির নির্মাতা জানালেন, বলিউডের টিন সেল টাউনে ফিরছেন প্রীতি। ভাইয়াজি সুপারহিট নামের একটি ছবির মাধ্যমে আবারও বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তারকা অভিনেত্রী প্রীতি জিনতার। এ ছবিতে প্রীতির বিপরীতে আছেন সানি দেওল। বেশ কয়েক বছর অচল থাকার পর এই এপ্রিলে ভারতের বেনারসে এ ছবির শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে বলেই জানিয়েছেন এ ছবির নির্মাতা নীরজ পাঠক। এ ছবিতে আরও অভিনয় করছেন আরশাদ ওয়ারসি ও আমিশা প্যাটেল।

 

শাহরুখের মেয়ের বিকিনি পরা ছবি ভাইরাল

মাথাভাঙ্গা মনিটর: আরিয়ানের ছবি নিয়ে বিতর্ককের পর এবার শাহরুখ তনয়া সুহানার বিকিনি পরা ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। নিজের ইন্সটাগ্রাম থেকে সাগর পাড়ে বিকিনি পরা একটি ছবি শেয়ার করেছেন সুহানা। ছবিটিতে তার পাশেই ডাইপার পরা ছোট ভাই আবরামকে দেখা যাচ্ছে। আর দুজনই রয়েছেন হাত দিয়ে মুখ ঢেকে। এর আগে ইন্সটাগ্রামে আরেকটি ছবি শেয়ার করে আলোচনায় এসেছিলেন সুহানা। ছবিটিতে, পার্টি শেষে বন্ধুদের সাথে কাউচের ওপর ঘুমাতে দেখা যায় তাকে। রূপালি পর্দায় সুহানা আসছেন, কিছুদিন আগেই এমন খবর শোনা যাচ্ছিলো। তখন শাহরুখকে জিজ্ঞাসা করা হলে বলিউড বাদশাহ বলেন, আমার মেয়ে অভিনয় শিখতে আগ্রহী। তবে কোন ইনস্টিটিউটে তাকে পাঠাবো তা এখনো ঠিক করে উঠতে পারিনি। আমাদের কোনো ভালো অভিনয়ের স্কুল নেই। আমার একটা স্বপ্ন হলো, একটা ইনস্টিটিউট তৈরি করা যেখানে তরুণরা অভিনয় শিখতে আসবে।