স্টাফ রিপোর্টার: আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়নের ৫টিতে প্রার্থী চূড়ান্ত, দুটিতে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ায় এখনো অমীমাংসিত এবং অবশিষ্ট ১টিতে কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের কাছে আবেদন করেনি বলে জানা গেছে।
চতুর্থ দফার নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন ভায়না ইউনিয়নে দলের উপজেলা সহসভাপতি আবুল হাসান মাস্টার, জোড়াদহ ইউনিয়নে দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রনি, দৌলতপুর ইউনিয়নে উপজেলা কমিটির উপদেষ্টা আব্দুল লতিফ মাস্টার, ফলসী ইউনিয়নে দলের উপজেলা কমিটির সদস্য একেএম আশরাফুল কবীর কনক এবং চাঁদপুর ইউনিয়নে দলের ইউনিয়ন সভাপতি প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্লা। এছাড়া তাহেরহুদা ইউনিয়নে দলের উপজেলা সহসভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোজম্মেল হক ও দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক মখলেসুর রহমান রাসু দলীয় মনোনয়ন পেতে অনড় থাকায় এখন পর্যন্ত একক প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। একই অবস্থা বিরাজ করছে রঘুনাথপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি প্রভাষক কামাল উদ্দীন এবং দলের ইউনিয়ন যুগ্ম সম্পাদক জেনারুল ইসলাম তরুনের মধ্যে।
অপরদিকে কাপাসাটিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো ব্যক্তিই দলের কাছে আবেদন করেনি বলে জানা গেছে। ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে দৌলতপুর, চাঁদপুর ও তাহেরহুদা ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলের তৎকালীন সভাপতি মরহুম আবুল হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ এবং যুগ্ম সম্পাদক মোজম্মেল হক নির্বাচিত হন।
অন্যান্য ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে ভায়নাতে ইয়াকুব আলী, জোড়াদহে নাজমূলহুদা পলাশ, ফলসীতে ফজলুর রহমান, কাপসাটিয়ায় মশিউর রহমান জোয়ার্দ্দার এবং রঘুনাথপুরে আব্দুল কাদের মাস্টার নির্বাচিত হন। এদিকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণার শেষ পর্যায়ে থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলীয় ভাবে চূড়ান্ত করলেও তফসিল ঘোষণা না হওয়ায় এখনো পর্যন্ত তাদের তালিকা প্রকাশ করা হয়নি। তবে সদ্য তফসিল ঘোষণা হওয়ায় আজ কালের মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।