মেহেরপুর সদরের ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়নপত্র জমা

 

মেহেরপুর অফিস: ৩য় দফায় মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ১৬, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৩৮ ও ওয়ার্ড সদস্য পদে ১৯০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে পিরোজপুরে ৩, আমঝুপিতে ৬, কুতুবপুরে ২ ও বুড়িপোতা ইউনিয়নে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কবিরউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামছুল আলম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালেহ আজিজ টনিক বিশ্বাস। একই ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৯ জন ও ওয়ার্ড সদস্য পদে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি ও আক্তার হোসেন। এছাড়া একই ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১২ ও ওয়ার্ড সদস্য পদে ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুড়িপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. সাইদুর রাজ্জাক ওরফে সাদ্দাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাজামাল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম ও আবুল হাশেম। একই ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৯ ও ওয়ার্ড সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল আলম ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার। এছাড়া একই ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৮ জন ও ওয়ার্ড সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, মেহেরপুর পৌরসভার সাথে আমদহ ইউনিয়নের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম হাইকোর্টে রিট করায় সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে আমদহ ইউনিয়ন বাদে উল্লিখিত ৪টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।