মেহেরপুর শ্যামপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামে দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের সাবেক প্রফেসর ডা. লে. কর্নেল (অব.) মো. আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ৪০ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল ওই স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি ঢাকা থেকে আগত চর্ম ও যৌন বিশেষজ্ঞ, কার্ডিওলজি, অর্থপেডিক্স, মেডিসিন, নাক-কান গলা বিশেষজ্ঞসহ মেডিকেল অফিসাররা রোগীদের চিকিৎসা প্রদান করেন। সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসাসহ রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগুলো বিনামূল্যে করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ইয়ার আলী। বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করেন শ্যামপুর গ্রামের মালিথা বাড়ি নামের একটি সংগঠন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীফ রেজা পান্না। সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক সোহরাব উদ্দিন।