দামুড়হুদার হৈবতপুরে ৫ শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে এমপি টগর
দর্শনা অফিস: ১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে দামুড়হুদার হৈবতপুর গ্রামে শহীদ হন ৫ মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এতো বছর পরে হলেও ৫ শহীদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। গতকাল রোববার সকাল ১০টার দিকে স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, তৎকালীন পাকিস্তান সরকারের বৈষম্যের প্রতিবাদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো এ দেশের বীর সন্তানেরা। ৯ মাস আমরণ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছিলো আজকের স্বাধীনতা। এদের মধ্যে একাত্তরের ১২ সেপ্টেম্বর শহীদ হন জুড়োন মণ্ডল, ইছাহাক আলী, দাউদ আলী, বাহার আলী ও আব্দুল মান্নান বক্স। এ অঞ্চলের মানুষের মণিকোঠায় জনম জনম বেঁচে থাকবেন এই ৫ শহীদ। মুক্তিযোদ্ধারা আমাদের অহঙ্কার, আমাদের গর্ব। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আবু হোসেন, উপজেলা কমান্ডার আছির উদ্দিন ও দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, রহমতুল্লাহ বদ্দি, সিরাজুল ইসলাম, রেজাউল হক, আ.লীগ নেতা বরকত আলী, মুনতাজ আলী, আকরাম হোসেন, ইউসুপ আলী, নুর হাকিম, যুবলীগ নেতা শেখ আসলাম আলী তোতা, জুলফিকার আলী, খায়রুল বাসার, শহিদুল সরদার প্রমুখ। উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা তমছের আলী।