জীবননগর সাব রেজিস্ট্রি অফিসে হামলা : ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার ছিনিয়ে নেয়া হলো!

 

জীবননগর ব্যুরো: জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসে হামলা করে ফিল্মি কায়দায় অফিস স্টাফদের নিকট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার ছিনিয়ে নেয়া হয়েছে। গতকাল রোববার ছাত্রলীগ নামধারী চুন্নু ও শাওনের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে। ছিনিয়ে নেয়া পে-অর্ডার এখন পর্যন্ত উদ্ধার হয়নি বলে জানানো হয়েছে।

জানা যায়, উপজেলার সন্দোহ গ্রামের জনৈক ব্যক্তির মা মৃত্যুশয্যায়। তিনি তার মায়ের নামে থাকা সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়ার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে কমিশন করার আবেদন করেন। অফিস কমিশন করার প্রস্তুতি নিলে এ কমিশনের ওপর অভিযোগ আনা হয়। ফলে সাব-রেজিস্ট্রি অফিস কমিশন করা বন্ধ করে দেয়। কিন্তু জনৈক ওই ব্যক্তির পে-অর্ডার অফিসে জমা থেকে যায়। এ অবস্থায় গতকাল চুন্নু ও শাওনের নেতৃত্বে একদল যুবক সাব-রেজিস্ট্রি অফিসে যায়। এ সময় তারা অফিস স্টাফ লিয়াকত আলী ও বিষ্ণুকে পাঁচ পুকুরের মধ্যে ডেকে নিয়ে যায়। পে-অর্ডার দিয়ে দেয়ার জন্য হুমকি-ধামকি দেয়া হয়। তারা পে-অর্ডার দিতে অপরাগতা প্রকাশ করলে ক্যাডার বাহিনী অফিসে হামলা চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার ছিনিয়ে নিয়ে যায়।