মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ স’মিলপাড়া নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় গড়চাপড়া গ্রামে ৭ সন্তানের জননী বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গরচাপড়া গ্রামের মৃত আজিজুলের স্ত্রী সাহারবানু (৭০) বাড়ি থেকে মুন্সিগঞ্জ বাজারে চিকিৎসার জন্য বের হন। সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ স’মিলপাড়ার রাস্তা পার হতে গেলে চুয়াডাঙ্গামুখি একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। পরে তার পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত ৯টার দিকে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই তার লাশ গ্রামে পৌঁছুলে স্বজনদের আজাহরিতে বাতাস ভারি হয়ে উঠে।