আজ সকালেই ফিরছে মাশরাফির দল

মাথাভাঙ্গা মনিটর: প্রাথমিক লক্ষ্য ছিলো সুপার টেনে ওঠা। সেটা পূরণ হয়েছে। দ্বিতীয় লক্ষ্য, সুপার টেনেও ভালো খেলে সম্ভব হলে সেমিফাইনালের সীমানা দড়ি স্পর্শ করা। সেটা আর হলো না। সেমিফাইনাল পর্ব শুরুর আগেই শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে আজ রোববার সকাল ৯টা ১০মিনিটে ঢাকায় পৌঁছুবে বাংলাদেশ দল। প্রথম পর্বের তিন ম্যাচের দুটিতে জিতলেও আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি পুরোপুরি হতে দেয়নি বৃষ্টি। সুপার টেনে চার ম্যাচের চারটিতেই হার। আগের ম্যাচে বেঙ্গালুরুতে  ভারতের কাছে মাত্র ১ রানের হার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় দুঃখ হয়ে থাকবে বাংলাদেশের জন্য। দেশে ফেরার অল্প পথটুকুতেও সেই যন্ত্রণা ভুলে থাকা কঠিন হবে। ওই হারেই যে বিশ্বকাপের শেষ নিশ্চিত হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দলের জন্য!

দলের সাথে সবাই অবশ্য আজ আসছেন না। কোলকাতায় কিছুদিন থেকে যাবেন শুভাগত হোম। দেশে ফিরবেন ৩০ মার্চ। এছাড়া ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল কোলকাতা থেকেই ছুটি কাটাতে চলে যাবেন লন্ডন। চুক্তি শেষ বলে আসবেন না এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কম্পিউটার বিশ্লেষকের দায়িত্ব পাওয়া পানিশ শেঠীও। কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য বিদেশি সদস্যরা ছুটিতে যাবেন ঢাকায় এসে। ক্রিকেটারদের সামনেও বেশ লম্বা ছুটি আসছে। আগস্টের শেষ সপ্তাতে ভারতে এক টেস্টের সফরে যাবে বাংলাদেশ দল। আপাতত তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো খেলা নেই। এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী অক্টোবরে ২ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। ২ টেস্ট, ৩ ওয়ানডের সাথে দুটি টি-টোয়েন্টি ম্যাচও হবে ওই সিরিজে। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে খেলোয়াড়রা অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবেন। তবে লিগ শুরুর দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সাকিব ও মুস্তাফিজ অবশ্য ক’দিন পরে আবার ভারতে যাবেন, আইপিএল খেলতে। ৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল।