ভোটযুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থীর তুমুল লড়াই

 

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী তুমূল ভোটযুদ্ধে ইউনিয়নবাসীকে মাতিয়ে তুলেছেন। ২৪ হাজার ৪০২ জন ভোটারের কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কে হাসবেন বিজয়ের হাসি তা নিয়ে ভোটারদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই।

১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা। এছাড়া প্রশাসন এবারের ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের জারিকৃত নির্বাচনী বিধিমালা যথাযথভাবে মেনে চলার জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করে চলেছে। সহিংসতা রোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এই প্রথম ইউনিয়ন পরিষদ দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান চেয়ারম্যান বিএনপির মনোনীত দশমী গ্রামের মৃত ইব্রহীম শেখের ছেলে নজরুল ইসলাম (ধানের শীষ), আ.লীগ মনোনীত যাদবপুর গ্রামের আব্দুল মান্নান নান্নু মিয়ার ছেলে আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক (নৌকা), আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) আসানন্দপুর গ্রামের মৃত এরশাদ আলী মালিতার ছেলে এসএম ফিরোজ কবির ছানোয়ার (চশমা), আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) আলিয়ারপুর গ্রামের মৃত হাজি বদর উদ্দীনের ছেলে হাজি শাখাওয়াত হোসেন টাইগার (আনারস), আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) বোয়ালিয়া গ্রামের মৃত আবু তালেব মিয়ার ছেলে আশাদুল হক আশা (মোটরসাইকেল) ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) ভুলটিয়া গ্রামের মৃত আজিবার মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (রজনী গন্ধা ) প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন ।

১ নং ওয়ার্ড  ৪টি গ্রাম নিয়ে গঠিত ২টি কেন্দ্র যাথাক্রমে দত্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (আসানন্দপুর ও দত্তাইল) মোট ভোটার সংখ্যা ১২১৫ জন, শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শুম্ভুনগর ও সাহেবনগর) মোট ভোটার সংখ্যা ১৮৪৮ জন। ২ নং ওয়ার্ডে ১টি গ্রাম (বোয়ালিয়া) নিয়ে ২টি কেন্দ্র যথাক্রমে বোয়ালিয়া দারুল কোরান হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং (মুল ভবন ) মোট ভোটার সংখ্যা ১৬০৩ (পুরুষ), বোয়ালিয়া দারুল কোরান হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং (মক্তব) ভোটার সংখ্যা  ১৬০৪ (মহিলা)। ৩ নং ওয়ার্ড জলিবিলা শাহাপুর যাদবপুর কেন্দ্র সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৪৩১ জন। ৪ নং ওয়ার্ড  (মহাম্মদজমা) কেন্দ্র সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৪১৩ জন। ৫নং ওয়ার্ড (কুতুবপুর) কেন্দ্র  কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৭২৯ জন। ৬নং ওয়ার্ড ২টি কেন্দ্র যথাক্রমে সিন্দুরিয়া তহসিল অফিস ভবন (সিন্দুরিয়া) মোট ভোটার ৭৮৪ জন ও মর্তুজাপুর ও শিবপুর কেন্দ্র মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার ১৪০৭ জন। ৭নং ওয়ার্ড ২টি কেন্দ্র যথাক্রমে নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নবীননগর) মোট ভোটার ১৫৫৯ জন ও ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভুলটিয়া) মোট ভোটার ১৯৯৪ জন। ৮ নং ওয়ার্ডে ২টি কেন্দ্র যথাক্রমে হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (হাসান হাটি) মোট ভোটার ১৩২৪ জন ও দশমী হাফেজিয়া মাদরাসা (দশমী) মোট ভোটার ১৮৬০ জন। ৯ নং ওয়ার্ডে কেন্দ্র ২টি যথাক্রমে আলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (আলিয়ারপুর) মোট ভোটার সংখ্যা ৯২৮ জন ও জীবনা সরকারি প্রাথমিক বিদ্যালয় (জীবনা) ভোটার সংখ্যা ৭০৩ জন।